ভণ্ডপিরের ফাঁদে পা দিলেন নিঃসন্তান নারী
মাদারীপুরের শিবচর পৌর এলাকায় একভণ্ড পির প্রতারণার মাধ্যমে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়েছেন। তাবিজ, কবজ আর ঝাড়, ফুঁক, দিলে নিঃসন্তান সন্তানসম্ভবা হবে এ প্রলোভনে পড়েন পৌর এলাকার ব্যবসায়ী নজরুল কাজির স্ত্রী। প্রতারক চক্রের মূলহোতা ভণ্ডপিরের বেশ ধারণ করে বিভিন্ন কলা-কৌশলে মুঠোফোনে ঐ নিঃসন্তান নারীকে বোঝাতে থাকেন। এক পর্যায়ে সন্তানের আশায় এবং দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে ফিরে পেতে ভণ্ড পিরের কথামত চলেন। অক্ষরে অক্ষরে পালন করেন তার আদেশ। স্বামীর কাছে ব্যাপারটি গোপন রাখেন তিনি। কথিত...
Posted Under : Health News
Viewed#: 29
আরও দেখুন.

